মহারানা প্রতাপের কবিতা
32 total views
এই রানা সাঙ্গার বংশধর,
রাজপুতি অহংকার রাখতেন।
কর স্বাধীনতার ঘোষণা,
তিনি ভারতের জন্য গর্বিত ছিলেন।
মানসিং আক্রমণ করেন
রানা জঙ্গল দিয়ো পাঠাই।
সব কষ্ট এক মুহুর্তে এসেছিল,
আমাকে ঘাসের রুটি দাও।
রক্তে রঞ্জিত হলুদ উপত্যকা,
আরিদল চিৎকার করে উঠল।
আরাবল্লী প্রচন্ড যুদ্ধ হয়,
দীর্ঘশ্বাস ফেলল প্রতাপ।
ঘেরা শত্রুদল
সে সিংহের মতো গর্জন করল।
প্রতাপ সাপের মত নাড়ছে,
শত্রুর কর মর্দন করি।
রানা যেন শিং খুঁজে পায়,
চেতকে থাকুন।
হাতির মাথায় দুটি টেপ
তোমার চেতক পূর্ণ রাখো আর চিৎকার করো।
Subscribe
Login
0 Comments