Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

মহিষমর্দিনী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দ্রিমি দ্রিমি রবের সাথে রম্ভাসুরের নৃত্য,

রক্ষরাজ রম্ভাসুরের রোমান্চিত চিত্ত।

জন্ম লয়েই পুত্রটি তার করছে লম্ফঝম্ফ,

হুংকার সে দিচ্ছে এমন বাসবের হৃদকম্প।

আর মহিষের গর্ভ শিশুর প্রথম আবাসস্থল,

তাই মহিষাসুর নামটি তারে দিল অসুরদল।

দিনে দিনে মহিষাসুর শক্তিশালী ভীষণ,

তারে লয়ে রক্ষরাজের যতেক আস্ফালন।

স্বর্গরাজ্য আক্রমণের অসীম দু:সাহস,

মিলল সাজা হাতেনাতে পরাভূত রাক্ষস।

ইন্দ্রের বজ্রবাণেই রম্ভাসুরের মরণ,

সকল অসুর নিল তখন মহিষাসুরের শরণ।

ধ্যানের মাঝে অসুররাজের ব্রহ্মদেবের স্তুতি,

অবশেষে বরণ তারে করেন প্রজাপতি।

শুধান তারেকি বর মাগ ওহে রক্ষরাজ,

তোমার মনের আশা এবে পূরণ করি আজ।

মহিষাসুর বলেন তাঁরেমাগিনু অমরত্ব,

মৃত্যু যেন হয় না কভুএমনতরো সত্ব।

সম্ভব নয়সব জীবেরই অনিবার্য মুক্তি,

অমরত্বের বর প্রদানের নেইকো আমার শক্তি।

ব্রহ্মদেবের বাক্যে অসুর হয় না হতাশ মোটে,

ধূর্ত অতিকথার ফেরে ভিন্ন পথে হাঁটে।

অন্য বর দিন প্রভুধূর্ত অসুর সত্তা

কোনো পুরুষ আমায় যেন করতে নারে হত্যা।

নারীরা সব শক্তিহীনাতাদের কিসের ভয় !

অসুররাজের প্রার্থনায় ব্রহ্মদেবের সায়।

দেবতারা স্বর্গচ্যুতশচীশ পরাজিত,

মহিষাসুরের হুহুংকারে সকল সুরই ভীত।

ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বরসবার মাথায় হাত,

প্রজাপতি নিজের বরে নিজেই কুপোকাত।

অবশেষে আটটি মাথায় বাহির হল বুদ্ধি,

সাপটি মেরেও অটুট লাঠিহয় কার্যসিদ্ধি।

সৃষ্টি করেন দুর্গামাতাঅনুপমা পার্বতী,

দশভুজা শিবজায়াতিনিই পরম সতী।

সব দেবতার বলে মাতা হলেন বলীয়ান,

মহিষাসুর বধে দেবী ত্বরায় আগুয়ান।

নারীর আবার শক্তি কিসেনারী অবলা,

বশ করবো তারে আমি দেখিয়ে ছলাকলা।

আস্ফালন করে অসুরআপন বলের বড়াই,

পনের দিন ব্যাপী চলে মরণপণ লড়াই।

তবে বল,ছল কোনকিছুই হয় না তার সিদ্ধ,

মা দুর্গার ত্রিশুল করে অসুররাজে বিদ্ধ।

নারীরা নয় শক্তিহীনামহিষাসুর ভ্রান্ত,

মায়ের পায়ের নীচে থেকেই সে আজকে শান্ত।

মহিষাসুরমর্দিনী মাতাঁর অশেষ শক্তি,

করজোড়ে আরাধনায় কোরোগো তাঁরে ভক্তি।

কলিযুগের অসুরশক্তি হুঁশিয়ার সাবধান,

মাতৃশক্তি হাতেই তোদের বিনাশ হবে প্রাণ।

            ———————-

                  স্বপন চক্রবর্তী

0

Publication author

1
একটি বহুজাতিক সংস্থায় প্রবন্ধক পদে কর্মরত ছিলাম। ২০১৭ সালে ৬০ বছর বয়সে অবসর নিয়েছি । এখন কবিতা ও গল্প লেখা আমার অবসরের সাথী।
Comments: 0Publics: 25Registration: 26-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।