মাটি ও জীবনের কো-রিলেশন
![]()
বহে বালুঝড়, তাই থাকি সদা দুচোখ বুজে
কোথায় মুক্তা মানিক আছে, দেখিনাকো খুঁজে
শুধু অনুভব করি আধোঘুম আধোজাগা সত্তায়-
আছে বিশ্বস্ত মাটি এখনো দুপায়ের তলায়;
ভালোবাসার শক্ত ঘাঁটি আবার হবে সেথায়
চারিদিকে দেখি- কেবলই মাটির অস্থিরতায়
শুধু যে মানুষ ভাঙে, আর কেবলই স্বপ্ন ভাঙে
মানুষের গড়া নগর-বন্দর সবই যায় গাঙে…..
তারপরও মানুষ আছে, দেখি আছে মাটি
তারপরও জীবন খাঁটি, ভালোবাসা খাঁটি!
তাই আমি, জীবন ও মাটির ঠিক মাঝামাঝি-
উটপাখির মতো স্বভাবজাত স্বভাবে আজি
নিশ্চিত বিশ্বাসে কেবলই থাকি মুখ গুঁজে
কী আছে, কী নাই আমার- দেখি নাকো খুঁজে
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)