মাটি ও জীবনের কো-রিলেশন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বহে বালুঝড়, তাই থাকি সদা দুচোখ বুজে 
কোথায় মুক্তা মানিক আছে, দেখিনাকো খুঁজে
শুধু অনুভব করি আধোঘুম আধোজাগা সত্তায়-
আছে বিশ্বস্ত মাটি এখনো দুপায়ের তলায়;
ভালোবাসার শক্ত ঘাঁটি আবার হবে সেথায় 

চারিদিকে দেখি- কেবলই মাটির অস্থিরতায় 
শুধু যে মানুষ ভাঙে, আর কেবলই স্বপ্ন ভাঙে
মানুষের গড়া নগর-বন্দর সবই যায় গাঙে…..

তারপরও মানুষ আছে, দেখি আছে মাটি 
তারপরও জীবন খাঁটি, ভালোবাসা খাঁটি!

তাই আমি, জীবন ও মাটির ঠিক মাঝামাঝি-
উটপাখির মতো স্বভাবজাত স্বভাবে আজি
নিশ্চিত বিশ্বাসে কেবলই থাকি মুখ গুঁজে

কী আছে, কী নাই আমার- দেখি নাকো খুঁজে

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।