প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 474 total views

হে মানস কন্যা –

আমার কল্পনা-রাজ্ঞী মনোহারিনী সুরঙ্গনা।

মনোমোহিনী মোর মনোচারিণী কল্পনাবিলাস!

কেবলি অলীকে গমনাগমন কল্পলোকে বসবাস।

কল্পনাচারী! হৃদয়ে তোমার যে প্রতিমা চিত্রণ

আজি ভুবনে করি তারে অন্বেষণ –

দিগ-দিগন্তে দিকে দিকে খুঁজি সেই মনোহরা,

চন্দ্রমুখী হরিদ্রাঙ্গ মীনাক্ষী-চোখ মায়া ভরা,

সুশ্রী সুদর্শনা সুর-সুন্দরী হুরপরী-

খুঁজি তোমায়, হে মোর মানসচারী!

সমুদ্রের গভীর রহস্যতলে, উজানি নদীর স্রোতে –

গহন অরণ্যের গহীনে ঘনবীথি পথে

মাঠে-ঘাটে লোক-লোকালয়ে পল্লি হতে নগরে,

মনিপুরীর পাহাড়ি টিলায় বেদেনির বহরে।

(হায়)তব অন্বেষনে লঙ্ঘিত যুগ যুগ অহোরাত্র দিবা-নিশি-
আজ ক্লান্ত মানস-অন্বেষী!

উদাসী মন অন্বেষী-পথিক ভাবে এ বিরলে-

(হায় রে) ফেরারী মন শুধু পথে পথেই ঘুরিলে।

যে মানস-প্রেমীর প্রেমে পরবাসী

আজো হলো না দেখা যার প্রেমে-সন্ন্যাসী।

সিন্ধু লহরের মত উদ্বেলিত আর ঝড়ের মত উথলে

উদ্রেক যৌবন উদগ্র কামনার শিখা জ্বলে –

যার তীব্র লেলিহানে দগ্ধ বিদগ্ধ সন্ন্যাসী-প্রাণ,

পথ-শেষ সহসা পোড়া প্রাণে গৃহ-টান।

বেলা শেষে পাখি নীড়ে! যে মানস কন্যা অন্বেষণে,

বিবাগী মন ঘুরিল ভুবনে-

আজি পেলো তারে আঁচল ভরা ফুলে প্রতিক্ষায়-

সপ্ত-জনম ধরে, অবহেলিত বধুর অবগুণ্ঠিতায়।

0

Publication author

0
কবি ইমামুল ইসলাম মুরাদ ১১ই ভাদ্র ১৪০০ বঙ্গাব্দে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে এক সম্ভ্রান্ত কোরেশী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল কোরেশী একজন কৃষক ও মাতা মিনা কোরেশী একজন গৃহিনী।
Comments: 1Publics: 5Registration: 25-01-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)