মাস্টারমাইন্ড
![]()
মাস্টারমাইন্ড
কলমে — সুব্রত পণ্ডিত
নীরব ঘরে বসে থাকে… এক মানুষ,
চোখে তার অদেখা ভবিষ্যতের নকশা।
বাকিদের ভিড়ে সে নীরব —
তবু তার চিন্তা জ্বলে,
ছাইচাপা থাকে আগুনের ভাষা।
বাইরে হাজার হাত ব্যস্ত,
অন্তরালে বসে… সে হাসে।
সবাই দেখে বাহ্যিক খেলা,
কিন্তু — আসল চালটা ওরই আসে।
বুদ্ধি তার তলোয়ারের ধার,
ভাবনা তার… বিদ্যুতের স্রোত।
যেখানে অন্যেরা দেখে দেয়াল,
সেখানেই… সে খুঁজে পায় নতুন পথ।
অকাট্য প্রমাণে ফেলে চিন্তায়,
পরিকল্পনায় প্রচণ্ড গভীর —
কাজে প্রকাণ্ড জাইন্ড।
বিশ্বের সূচকচক্র…
বাড়ে-কমে… তার ইশারায়।
প্রমাণিত —
সে-ই তো সত্যিকারের… মাস্টারমাইন্ড।।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)