মাস্টারমাইন্ড

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মাস্টারমাইন্ড
কলমে — সুব্রত পণ্ডিত

নীরব ঘরে বসে থাকে… এক মানুষ,
চোখে তার অদেখা ভবিষ্যতের নকশা।

বাকিদের ভিড়ে সে নীরব —
তবু তার চিন্তা জ্বলে,
ছাইচাপা থাকে আগুনের ভাষা।

বাইরে হাজার হাত ব্যস্ত,
অন্তরালে বসে… সে হাসে।
সবাই দেখে বাহ্যিক খেলা,
কিন্তু — আসল চালটা ওরই আসে।

বুদ্ধি তার তলোয়ারের ধার,
ভাবনা তার… বিদ্যুতের স্রোত।
যেখানে অন্যেরা দেখে দেয়াল,
সেখানেই… সে খুঁজে পায় নতুন পথ।

অকাট্য প্রমাণে ফেলে চিন্তায়,
পরিকল্পনায় প্রচণ্ড গভীর —
কাজে প্রকাণ্ড জাইন্ড।

বিশ্বের সূচকচক্র…
বাড়ে-কমে… তার ইশারায়।
প্রমাণিত —
সে-ই তো সত্যিকারের… মাস্টারমাইন্ড।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 44Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।