মুখচ্ছবি
226 total views
মুখচ্ছবি
হাকিকুর রহমান
দৈবাৎ, রঙ তুলি নিয়ে
আঁকতে চেয়েছিলাম
কার মুখচ্ছবি,
দেবদারু গাছের ডালের
ফাঁক দিয়ে তখনও
উঠোনে এসে পড়েনি রবি।
কিন্তু, কি করে যেনো
ভেঙ্গে গেলো
তুলিটা কখন,
কি আর করা
কেনা পর্যন্ত, অপেক্ষা না করেই
আঙুল দিয়ে বুলালাম তখন।
ওমা! এ কে?
কোথায় যেনো দেখেছি তাকে
লাগেতো বড়ই চেনা,
পাইনা ভেবে এ প্রশ্নের উত্তর
হয়তোবা ছিলো তার সাথে
কোনও কালে কোনও লেনাদেনা।
Subscribe
Login
0 Comments