মুচমুচে অভিযোগ
210 total views
সে অঘটন ছিল বৃষ্টির সই
সারাটা শহর জল থই থই
কমরেড সারা দিন টইটই
ঘোরাঘুরি রাজনীতিগত
যেমন তিনি শুখো বা বৃষ্টি
সমস্ত সময়ে করেন সতত।
তারপরে প্যান্ট গুটিয়ে
সোনার দোকান ভরা
চকচকে হৈ হৈ বাজারে
দলের অফিসে যাওয়া।
অবশ্য মৌসুমীও গিয়েছিল
ছুটিয়ে দামী গাড়ি-হাওয়া!
শেষমেশ দুজনে মিলে
চা ও পাঁপরভাজা খাওয়া
হয়তো বা সঙ্গে ছিল
দু’চারটে বাম-মাতোয়া।
খালি আমারই হল না
সঙ্গগুণে অমৃতসম সেই
চা-পাঁপড়ের ভাগ পাওয়া।
দেব দেব কমরেড,
এটা কি সুবিচার হুয়া?
Subscribe
Login
0 Comments