মুহূর্তের সন্ধানে
178 total views
দুদন্ড সময় চেয়েছিলাম
শুধিয়েছিলাম মুহূর্তের সন্ধান কি হবে
অল্পবিস্তর রঙ ছড়াব
অবসর কবে পাবে?
ঘড়ির কাটাও সময় গুনছে
তোমার আহ্বান
বিষন্নতা সুর বেঁধেছে
অপেক্ষা তোমার নাম।
হঠাৎ এক্টুখানি তোমার দেখা
ক্লান্তির অবসর
কিংকর্তব্যবিমূঢ় যেন
সকলি লাগে ঘোর।
শূন্যতা আমায় গ্রাস করেছে
তবুও অমূলক আবদার
একমুঠো সময়ে ভাগ বসাবো
বিড়ালছানারা খেলছে যেমন তোমার চারিধার।
Subscribe
Login
0 Comments