মৃত্যুর কাছে পরাজয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 134 total views

ত্রিপদী মহাপয়রা (অক্ষরবৃত্ত): ৯+৯/১১

 

থাকিতে যে আসিনি ভবে  
চলিয়া যাইব যে তবে
যাইবো ছাড়িয়া রঙ্গের ধরা,
যেইদিন মৃত্যু আসিবে  
কর্মতে  দুনিয়া হাসিবে
স্বজন তো থাকিবে বাড়ি ভরা।

 

ছাড়িয়া যাইব স্বজন
মৃত্যুদূত নহে আপন
যাইবে না ছড়িয়া মোরে কভু,
রঙ্গের দুনিয়া এ থেকে
যাইবো আমি সবই রেখে
পড়িয়া রহিবে কীর্তিটা তবু।

 

মানব জীবন এমন
রামধনুকটা যেমন
জীবন নদের সমাপ্তি ভেলা ,
নিখিল দুনিয়ার মাঝে
থাকিবো তো লাশের সাজে  
ভঙ্গ হইবে রঙ্গের এ মেলা ।

 

জীবন নদের এ তরী
সুখেতে ছিলো শুধু ভরি
ক্যামনে সময় গিয়াছে পারি,
বুঝিতে তো পারিনি আমি
সময়টা যে কত দামী
মৃত্যুর কাছে গেলাম রে হারি।

 

রচনাকালঃ
০৬/০৮/২০২১

0

Publication author

0
জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। দীনতার সাথে লড়াই করে সমানে এগিয়ে গেছেন। তার লেখা পড়ার হাতে খড়ি হয় নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেন
Comments: 1Publics: 41Registration: 02-01-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)