Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রিয়তমা!
জীবন্ত ভালোবাসায় হয়নি দেয়া চিঠি তোমায়!
আজ ভালোবাসা যৌবন-হারা,
ফুরিয়ে গিয়েছে যত হরমোন যত ক্যালসিয়াম,
স্কিনও নেই আর নজরকাড়া;

কারণ!
অতৃপ্ততায় ভুগে প্রেম আজ হলো যে দ্বিখণ্ডিত,
কিছু দুষ্প্রাপ্যের কলঙ্ক লয়ে;
হৃদয়ের সুবাসে ভালোবাসা জন্মেছিল একান্তে,
ফুরাল তা লোকালয়ের ভয়ে।

আচ্ছা!
ভালোবাসা কি যৌবন আর প্রাপ্তিতে নির্ভরশীল?
তুমি কি ভাবোনি আমার মতো?
তবু আজ তোমার সীমান্তে ডেকেছ বিদায় বেলা,
বাঁধা কি দেয়নি তব হৃদ-ক্ষত?

ওগো!
তব প্রেমের সূতয় বুনেছ মায়ার জাল এই দিলে,
আমি এঁটে গিয়েছি সে জালে;
তবু হয়নি পূর্ণ তোমার প্রাপ্তির থলে এই মর্মে,
চেয়েছ ভিড়ব হৃদয়-মাতালে।

আহা!
এ কোন ভালোবাসার অর্থে হেরে গেলাম হায়!
এ হার কি আমার না তোমার?
বিচ্ছেদ যন্ত্রণায় যেমনি তুমি হয়েছ অন্তর মরা,
তেমনি খরা অন্তরে আমার।

প্রেয়সী!
চেয়েছিলে তুমি রবে জীবন যজ্ঞের চির অদ্বিতীয়া,
আহ্ তুমি তো বুঝো না সমন্বয়!
চেয়ছিলে আমাতে উন্মুক্ত ভালোবাসার স্বীকৃতি
কিন্তু স্বীকৃতিতেই কি ভালোবাসা হয়?

তাইতো!
আমি আটকে গেলাম তোমার সম্পর্কের দ্বন্দ্বে,
কিছু অসামঞ্জস্যতার অনুকূলে;
জানি না এ আমার কতটুকু সঙ্গত কিম্বা অসঙ্গত,
শুদ্ধ নাকি এঁটেছি মহা ভুলে!

জানি!
ভালোবাসার প্রতি তুমি আজ বিশ্বাসহীন তপস্বী,
কারণ তুমি যে ছিলে নিকষ অন্ধ;
তাই যৌবন থাকা সত্ত্বেও অতৃপ্তির অশ্রু তব নয়নে,
সে অশ্রু দেখে লেখা মৃত চিঠি’র ছন্দ!

।। ০৮ ফেব্রুয়ারি ২০১৯, আপন নীড় ।।

0

Publication author

0
একজন আধুনিক তরুণ কবি ও লেখক; বিজ্ঞান, দর্শন ও মুক্তচর্চায় সুস্থির, সংস্কৃতি প্রেমী। তার কাব্যগ্রন্থ: ক্রুদ্ধ আগ্নেয়গিরি, জীবিত লাশের চিরকুট, কে আমি?; ছোট-গল্পগ্রন্থ: ভিকি শিকি পিংকি (শিশুতোষ)। তার লেখায় বিশেষ গুরুত্ব পায় জীবনমুখী অনন্ত চিন্তাধারা
Comments: 0Publics: 5Registration: 16-09-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।