মেঘের কোলে হৃদয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মেঘের কোলে হৃদয়
মহঃ সানারুল মোমিন

মেঘের কোলে হৃদয়,
হৃদয়ের কোলে মেঘ।
ঝরে পড়ে অশ্রুজল, শিশিরের রুপ বেশে।
শিশু ঘাসের বিছানায়,চিরসাথী সবুজের দেশে।

গুঁড়ো গুঁড়ো ছাই,
পরাধীনতা,স্বাধীনতা নাই।
বাতাসের বুকে মায়া ভরা ডাক,অবশেষে।
এসে পড়ে উল্কা বৃষ্টি,চোখের পলকে,এক নিমেষে।

অলস মাখা সময়,
সময়ের মাঝে অলসতা।
আলোর অক্ষর সাঁজাই,আঁধারকে ভালোবেসে।
আলোর বুকে জমাট আধার,রয়ে যায় হেসেহেসে।

দহনের দেহে স্বচ্ছতা,
স্বচ্ছতার গায়ে অনুতাপ।
সারা শরীরে ক্ষুধার্তের কামড়,ভাবনা দাঁড়ায় শেষে।
লিখে রাখা প্রাচীন অনুভুতি, দাঁড়ায় রুগ্ন শরীর ঘেঁসে।

…………………………………………………………।
১২/০৯/২০২২ সকাল-৮.১৫ মিনিট
নগর, খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারতবর্ষ

0

Publication author

offline 8 months

Md Sanarul Momin

0
মহঃ সানারুল মোমিন এর জন্ম ইংরেজি-৩রা নভেম্বর, ১৯৭৭ সালে। পিতার নাম তোফুর মোমিন, মাতার নাম সারাতন বিবি (দুজনই মরহুম) স্ত্রী অরুনা বেগম। বিবাহিত জীবনে ২ মেয়ে সন্তানের জনক-নাম অসমিতা আসমিন ও সাবনাম নূর
Comments: 1Publics: 7Registration: 27-08-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।