যদি এমন হতো!
24 total views
যদি এমন হত..!
শরতের যত সুখ মিশে যেত বসন্ত বাতাসে..
ফুলের গন্ধ মাড়িয়ে যেত যত ঘাসে!
পথের ধূসর ধূলো আবির হত খেলার,
সবুজ ঘাসের মাঝে ভিজে যেত শিশির
আর আমি হাড়িয়ে যেতাম ওই চোখের কাজলে!
যদি এমন হতো..!
পাখিরা ছুঁয়ে যেত বাতাসের সুখ।
মাটির বুকে আছড়ে পড়ত অজস্র বৃষ্টির মুখ..
নিয়ন আলো আলগোছে ছুয়ে যেত মেঘ,
মেঘের হাসি ফুটতো তোমার ঠোঁটে
নদীর বুকে ভালোবাসা উপচে পড়ত হেসে..
যদি এমন হতো..!
সুদূর পেরিয়ে যেত আগামীর গান..
সুরেরা জ্বলে উঠতো আকাশের গায়
শরীর হাড়িয়ে যেত তোমার ভূবনে!
ভেজা তুলো ভিজিয়ে দিত মেঘেদের নামে
আমি ও তখন হাড়িয়ে যেতাম কোন বদনামে..
যদি এমন হতো..!
আঁকাবাঁকা পথ মিলিয়ে যেত চোখে..
হালকা কাজল কালো চোখ যেত ছেয়ে
আঁধার নেমে যেত দুচোখে মায়ায়..!
আধখোলা চুল গুলো ঘুড়ি হয়ে যেত;
আমার আঙুল ভাঁজে ওরা সুখি হত..
তোমার পলক তখন চোখের পরে
চারিদিকে নিস্তব্দ চুম্বন চেয়ে..
যদি এমন হতো..!
কষ্টেরা হাসি দিত বিকট শব্দে?
মন গুলো গলে যেত মোমের আদরে
প্রদীপ জ্বলতো তখন বেহায়ার বেশে!
যখন আঁধার ডুবিয়ে মুখ প্রদীপের শেষে..
আমি ও ডুবে যেতাম ওই ছায়ার বেশে।
অদৃশ্য হতেম তোমার প্রতি পদমাসে..
যদি এমন হতো..!
তুমি আমি হয়ে যেতাম কবিতার ছন্দ।
কলমে কাগজে তখন লেগে যায় দ্বন্দ!
আমার কল্পনা যত পাখি হয়ে যায়..
উড়ে উড়ে দিনশেষে তোমাকে হাড়ায়,
আলো জড়িয়ে ধরে আঁধার শরীরে
শরীর জুড়ে যখন ভালোবাসা ছড়িয়ে..
এতসব যদি হঠাৎ সত্যিও হয়!
তবে এই কল্পনা ভালোবাসাময়।।
#মন_সায়রের_পারে
#সুমিত_দরানী