যার কথা ভাবি
110 total views
যার কথা ভাবি জীবনে
সে কি আমার কথা ভাবে কখনো
এই শহর বেড়ে ওঠে আবার ও
অন্তরে ব্যথা জমে
ভুল হতে পারে শিল্পীর রঙতুলিতে
কিন্তু ভুল হতে পারে না
দূর আকাশের ঈগলের ডানা কখনো।
রাতের তারা জ্বলছে ভালো
দূরের দেশে বৃষ্টি এসে
খোলা জানালা পূর্ণ হৃদয়
সু বিস্তীর্ণ মানুষের অদ্ভুত কল্যাণে।
বলতে বলতে মনে হয় আরো
মরীচিকার ছবি তুলে
ভালোবাসা লিপ্ত করেছি চাঁদের নীচে।
Subscribe
Login
0 Comments