যাহা বলিবো সত্য বলিবো
264 total views
যাহা বলিবো সত্য বলিবো
হাকিকুর রহমান
আহা!
কেহ কেহ কোরআন হাতে শপথ করিয়া কহে,
“যাহা বলিবো সত্য বলিবো”
আর, তারপর ভুরিভুরি মিথ্যা কহিয়া যায়!
কেহ কেহ গীতার ওপরে হাত রাখিয়া শপথ বাক্য পাঠ করে,
“যাহা বলিবো সত্য বলিবো”
এবং, সাথে সাথেই মিথ্যা বাক্যবাণে জর্জরিত করে!
কেহ কেহ বাইবেল স্পর্শ করিয়া শপথ লইয়া কহে,
“যাহা বলিবো সত্য বলিবো”
অতঃপর, সত্যটি কহিবার প্রয়োজনই মনে করেনা!
কেহ কেহ চৌদ্দগুষ্টির পিন্ড চটকাইয়াও কহে
“আমি অতিশয় সাধু”
ওহ! এই ধরাতো অদ্ভুত কিমাকার
হেথায়, সত্যের চাইতে বাড়িয়াছে মিথ্যাচার!
Subscribe
Login
0 Comments