যুদ্ধ
![]()
যুদ্ধ
-ভাস্কর পাল
বিষণ্ণ সময়ের অবকাশে
গর্জে উঠেছে মনুষ্য
নেমে আসুক এক বৃষ্টি
তাতেও কি হবে শান্ত!
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সময়ের সাথে সাথে মানুষ্য ক্ষুব্ধ।।
কীসের তরে, কীসের আশায়
কীসের জন্য আজই…
লোভ লালসা ক্ষণিকের তরে,
মিটে যাবে সবই একদিন।
তবুও নেশায় মেতেছে সব
অধিকার বোধের আশায়
আঁধারে মেঘ ঘন কালো
যুদ্ধ লাগবে এবার।।
রক্ত আজই বড্ডো উষ্ণ
শীতলের ছোঁয়া নেই
মাথায় চেপেছে খুনের নেশা
ধ্বংস করবো এই।
আমিই মহান আমিই উচ্চ
আমিই করবো সবে রাজত্ব
তবুও ক্ষণিকের জীবন যে
একদিন হবো মৃত।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
সর্বস্ব আজ হারিয়েছে কেহ
কেহ লুটেছে সর্বস্ব
কেহ বা নেই এ ভুবনে
কেবলই হয়েছে ধ্বংস।
নব রূপে আবার সাজিবে
ধ্বংস স্তুপে যা বিচ্ছিন্ন,
আবারও সবই সময়ের চক্রে
কেবলই হবে ধ্বংস।।
যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)