যেদিন তুমি আমার ছবিটা ছিঁড়ে
যেদিন তুমি আমার ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ঝড়ের মুখে উড়িয়ে দিয়েছিলে
সেদিন ওর মধ্যে থেকে একটি টুকরো এসে আমার বুকে বিঁধেছিল,
বুঝতে পেরেছিলাম, তোমার মন থেকে আমি মুছে গেছি-
তুমি অন্য কারও হয়ে গেছ।
আজ বিশ হয়ে গেল,
তুমি জানো না যে, আমি আর ইহলোকে নেই-
কবরে শুয়ে আছি।
কবরের উপর আজও একই অবস্থায় আছে তোমার হাতের ছোঁয়া মাখানো রক্তাক্ত এক টুকরো কাগজ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments