রাখি
রাখি
এই পুটু , শোন , একটু দাঁড়া
কোথায় যাবি ?
বলল সে, বামুন পাড়া___!!!!!
আজও কি তোর দেয়নি ছুটি
আজ কি কাজে যেতে আছে???
ছুটি কি সে?
তাদের যে আজ উৎসব আছে
আজকে দিনে সবাই বাড়ি
বাঁধবে রাখি যায়নি কাজে
বলল আবার, তুমি কেবল বই পড়েছো
কি বুঝবে আর কাজ অকাজে
আচ্ছা যাবি তার আগে শোন একটা কথা
বাড়িতে তোর কয় ভাই বোন
বোন আর আমি মাত্র দুজন
ভাই নেই কেউ ??
আছে দূর সম্পর্কে আমি যে বোন জানে না সেও !
আচ্ছা তোমার প্রশ্নে এত কাজ কি তবে
এবার থামো , অনেক দূরে যেতে হবে
আর একটা কথা আমার নাম পুঁটু নয় তো
ডাকলে কেন অমন করে
বেশ তাহলে কোথায় থাকো নাম কি তোমার
শিমুল, শিমুল ঘরাই, বারুইপুরে
ও হ্যা ,বারুইপুরে লিচু যেথার খেতে ভালো
আমার সে তো ভীষণ লাগে
শুধু সেথায় লিচু নাকি
পেয়ারা যে তারও আগে
আচ্ছা তুমি কোথায় পড় সন্ধ্যে হলে পড়তে শুনি
নাম কি তোমার,কাব্যি পারো ??
আমি এখন ক্লাস সেভেনে
মা বলেন উঠতে উঠতে আমি হব অনেক বড়ো
দাদার মত কলেজ যাব
দিদির মত ডাক্তার হয়ে , যত আছে অসুখ বিসুখ
মায়ের-বাবার-বোনের হলে ওষুধ দিয়ে সারিয়ে দেব
আচ্ছা কাজে ছুটি কি নেই ?
রোজ সকালে কাজে যাও তুমি কি সেই ?
আমাদের তো হয় না ছুটি
আজকে তবে ছুটি কিসের
রাখি পূর্ণিমা, যেমন ছুটি হোলির দিনে
যেমন ছুটি ঈদের
মা বলেছে আমাদের হয় না ছুটি
আমরা যে বাসন মাজি
আচ্ছা তবে এখন চলি আবার একদিন দেখা হবে
আচ্ছা তোমার হাতে কি ও
রাখি, পথের মাঝে পড়ে ছিল
ভাই যদি হই আমায় তুমি পড়িয়ে দেবে ?
বেশ তো তবে হাতটি বাড়াও
শুভ রাখি পূর্ণিমা !
রোজ কিন্তু বোনটি বলে ডাকতে হবে !!!
আচ্ছা তোমার নাম এখনও বললে না তো
আমিনুর ইসলাম,মা রেখেছেন মনের মতো ।