শখের নদী
শখের নদী
মোহাম্মদ মুছা
আমার কেয়ায় পাল উড়েনা
বাতাসে নাই গতি,
নদী আমার শুকিয়ে গেছে
খরা আমার সতি।
শখের নদী দুঃখ এখন
বৈঠা হাতে কাঁদি,
কোন মোহনায় স্রোতের বাঁধা
মন রাখিলাম বাঁধি।
আকাশ গর্জে মেঘও দৌড়ে
বইবে বুঝি জল
বেলা গেলো আশায় আশায়
এইটা কেমন ছল !
বুকের মাঝে যে মোহনা
বইতে থাকে ঢল
কারো এইটা নয় করুনা
এটা ;
আমারই চোখের জল।
Subscribe
Login
0 Comments
Oldest