Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

শিল্পী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

শিল্পী 

Ezoic

শিল্পী মেয়েটার নাম 

বড় লক্ষী মেয়ে 

তোমরা কি দেখেছ তাকে কোথাও? 

Ezoic

বয়স চোদ্দ কি পনেরো হবে 

সালোয়ার কামিজ পড়ত, দুই বিনুনি করতো চুলে 

আমার বাড়িতে কাজ করেছিল কদিন 

Ezoic

যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি তার স্বভাব 

তোমরা কি দেখেছ কোথাও তাকে ? 

আজ কদিন হলো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 

Ezoic

ওর মাকে জিজ্ঞেস করলে মুখ বেঁকায় 

বলে, ‘ভেগেচে কোতাও ! 

ও পাড়ার রমেন মিসতিরির ছেলের সাতে ঘুরতে দেকেচি দুবার 

Ezoic

একবার বকেছি একবার পিটেচি 

পালিয়েচে সেটার সাতে হয়ত ‘ 

ওর বাবাকে জিজ্ঞেস করলে মাথা চুলকায় 

Ezoic

শিল্পী 

শিল্পী নাম মেয়েটার 

ভারী ভাল মেয়ে পড়াশুনাও করেছে কিছু 

Ezoic

এইট পাশ 

খুব সুন্দর মাটির পুতুল বানাতে পারতো 

আঁকার হাত ছিল ভালো 

Ezoic

নতুন কিছু একটা করলে, আমাকে দেখাতে আসতো 

তোমরা কি দেখেছ কেউ কোথাও? 

পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করলে অবাক হয় 

Ezoic

বলে, কে শিল্পী ? 

সত্যিই তো, একটা কাজের মেয়ের খবর কেই বা রাখে? 

আচ্ছা, ও কি সত্যিই চলে গেছে কোন ছেলের হাত ধরে? 

Ezoic

ওই রমেন মিস্ত্রীর ছেলের হাত ধরে 

যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল 

দুরন্ত অভিলাষে ছুটে গেছে কি তারই কাছে, 

Ezoic

ভোরের শিশির সিক্ত পবিত্র ফুলের মতো 

একটা সংসার পাবার আশায়, 

ছুটে গেছে কি সেখানে? 

Ezoic

নাকি অন্যকিছু 

রাস্তায় কোন গাড়ি দুর্ঘটনায় শেষ হয়ে গেল না তো মেয়েটা! 

বেওয়াড়িশ লাশ হিসেবে পড়ে আছে মর্গে 

Ezoic

আরও কিছুদিন থাকবে ওভাবে 

তারপর একসময় একসঙ্গে 

আর পাঁচটা শবদেহের সাথে পুড়ে ছাই হবে…. 

Ezoic

কি যে হলো মেয়েটার, কে জানে ? 

আজ কদিন ধরে মেয়েটার কোন খবর নেই 

কোন শয়তানের খপ্পরে পড়ে নি তো, টেনে নিয়ে গেছে

Ezoic

জঙ্গলে 

ঘোর অমাবস্যায় নির্জন কোন মাঠে 

বন্ধ হয়ে পড়ে থাকা কোন ভগ্ন কারখানার জমাট ঠান্ডা অন্ধকারে 

Ezoic

এমনও হতে পারে – 

রাত্রি বারটায় কোন বড় রাস্তার ধারে দাড়িয়ে সে একা 

স্ট্রিট লাইটের নিচে 

Ezoic

ঠোঁটে লিপস্টিক জিনসের প্যান্ট একটা লালরঙা টপ…. 

ভ্যানিটি ব্যাগ কাঁধে চলে যাই নি তো 

কোন অচেনা অজানা লোকের গাড়িতে বসে 

Ezoic

বাবুর কোন গোপন ডেরায়…. 

না না, ছি ছি, এসব কি ভাবছি আমি ! 

এমন ভাল মেয়ের খারাপ কিছু হতেই পারে না 

শিল্পী 

মেয়েটার নাম 

ভারী মিষ্টি মেয়ে 

Ezoic

রাস্তায় দেখা হলেই এক গাল হেসে প্রনাম করতো 

সেবারে সামনের রাস্তাটা পীচ হবে বলে খোয়া ফেলেছিল 

আমার হাঁটতে অসুবিধা হবে ভেবে, কোথা থেকে এসে 

ধরে ধরে পৌঁছে দিয়েছিল বাড়ি পর্যন্ত 

কেমন যে আছে মেয়েটা 

আষাঢ়ে মেঘ জমেছে মাথার উপর, ঝোড়ো বাতাস ঠেলে দিচ্ছে দূরে 

ফিরে আসছে মেঘ, ঢেকে দিচ্ছে চাঁদটাকে আবার 

বৃষ্টি হয়েছে…. বৃষ্টি আরও হবে…. 

আরেকটু তাড়াতাড়ি হাঁটি…. 

কি যে হলো? 

মেয়েটাকে দেখি না আজ কতদিন 

তাকে কি তোমরা দেখেছ, কেউ কোথাও? 

কোন সন্ধান দিতে পারবে মেয়েটার 

“নাম শিল্পী ওরাও 

মাঝারি উচ্চতা, গায়ের রঙ কালো 

কপালের ডানদিকে একটা কাটা দাগ আছে ।” 

0

Publication author

offline 3 years

Subrata bhattacharjee

0
Subrata bhattacharjee
Comments: 0Publics: 19Registration: 29-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।

We and our partners share information on your use of this website to help improve your experience.
Do not sell my info: