শিশুমন
শিশুরা চায় না
পড়তে যে বই,
পড়া ফেলে রাতদিন
করে হইচই ।
খেলা তাদের সঙ্গী
আর মারামারি,
খেলা ছাড়া আর কিছু
লাগে না যে ভারি ।
কথা কেটে কেটে বলে
লাগে ভারি মিষ্টি,
পিতা মাতা তার প্রতি
রাখে কড়া দৃষ্টি ।
যখন তখন মন
উড়ে যায় আকাশে,
ডানাছাড়া শিশুমন
ভেসে যায় বাতাসে ।।
Subscribe
Login
2 Comments
Oldest