শিশু যীশু
![]()
সহস্র দুই বৎসর অনন্ত পূর্বে
সভ্যতা এক নবী’র প্রতীক্ষায়,
সৃষ্টির কর্তা সৃষ্ট জগতে আসবেন কি উপায়?
এক ধর্ম সঙ্কটে ধার্মিক যারা
প্রার্থনা করে কঠিন সময়ে
প্রভু এসো, করো পরিত্রাণ।
তোমার অপেক্ষার প্রহর প্রতিক্ষনে
ধার্মিকগন অধীর,মৌন পালনে
নকল প্রভুর কঠোর পেষণে রুধির নির্গত।
ক্রন্দন করে নির্জীব সৃষ্ট শাবক ,
তোমার করুণা-বলে উদ্ধারের আশায়,
অক্ষম ,দৃষ্টিহীন সমাজ কলুষিত নিপাতিত।
অবশেষে নিস্তব্ধ তমশা ঘুচল আলোকে,
ঘৃণিত আধার পূর্ণ হল দৈব দর্শনে
পশুজীব মাঝে গবাক্ষ পথে তোমার আগমন।
যে নারী ছিল পূন্যতপা, সাধক ছিল পুরুষ
গর্ভে ধারণ করল জন্মাবধি এক ব্রহ্মপুরুষ
স্পর্শে তার সঞ্চারিত স্নিগ্ধ মমতা,তেজদীপ্ত প্রকাশ
এস ,এস দেব করি আবাহন,
তোমার পাদপদ্ম নেত্রদ্বয়ে হোক দর্শন
জীবন জ্যোতি মুখরিত এক দেব শিশু – প্রভু যীশু
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)