শূন্যতায় পূর্ণতা
আমি আজ শূন্যতায় পূর্ণতা খুঁজি
নিরাশার মাঝে দেখি আশার ক্ষীণ আলো।
আমি বেদনার কবি, বিরহের কবি
আমার হৃদয়ের অন্তঃপুরে দুঃখকে
অতি সমাদরে পুষি।
নিজের বক্ষ ভেদে বৃক্ষ যেমন মানুষেরে করে
পুষ্প দান, আমিও আমার জীবনের সর্বস্ব দিয়ে
পেয়েছি শুধু অপমান।
আমি নিস্তব্ধ নির্বাক কবি
কল্পনায় আঁকি প্রিয়জনের ছবি।
আমি আজ বিষণ্ন মনে আনন্দ খুঁজি
আমি বেদনার কবি, বিরহের কবি।
রচনাকালঃ
১৪/০১/২০২২
Subscribe
Login
0 Comments
Oldest