শূন্য প্রান্তর
14 total views
শূন্য প্রান্তরে নক্ষত্রের আলো
ধ্রুবতারার অভিমান খুবই বড়
চেয়ে চেয়ে চোখে ভরে বেদনার নীল জল।
আছে শুধু নীরবতা,ভাঙলো শুধু ঘর
তাই দিনের শেষে ভালো আছি
এটুকুও নিয়ে হতে পারে ঢের বেশি সঞ্চয়।
আকাশ থেকে বৃষ্টি নেমে
কিনলো কত শহর
সেই শহরেই আমি একা চলি
পথে থাকুক না যতই ভীড়।
আকাশ থেকে খসলে তারা
ফুলের মালার যত জ্বালা
সেই জ্বালাতেই মানুষ মরে
ব্যর্থ গোলাপের পাপড়ি শুকিয়ে।
Subscribe
Login
0 Comments