শ্রী কালী
![]()
শ্রী কালী
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- এলোকেশী
ISBN: 978–93-48640-64-2
তখন- আদিভূত সনাতনী, সময়ের সময় ছিলো না, সময় ছিল খালি।
আজ-কালকে গিলে হোলি কালি, মহাকালকে খেয়ে হোলি মহাকালী।
গলায় জ্ঞানের পঞ্চাশটি বর্ণ নিয়ে আবারও হয়ে গেলি চামুন্ডা মুন্ড মালি।
এক একটি অক্ষর এক একটি মুন্ডে নিলি, মুণ্ড জুড়ে তৈরি মালা নিয়ে ঘুরছিস অলিগলি।
তোর লাগি ভাল মন্দ বুঝতে পারি, বিচারে পারছি দিতে সজোরে করতালি।
জীবনের সব অন্ধকার নিজে নিলি, ধরার সব রঙ এক সাথে মিশিয়ে সাজলি চামেলী।
তারা উগ্রতারা, কাম তারা বজ্রা, একজটা মহা উগ্রতারা, নীল সরস্বতী ভদ্রকালী।
তুই মা সার্বজনীন তুই আবার ভয়ংকরী, কালো গায়ে লাল জীভ দেখে সব ভুলি।
সমস্ত নাম, রূপ, দোষ জোশ দ্রবীভূত কালোতে, ঘন কালো মেঘের বর্ণে বর্ণিত শ্রী কালী।
কালি-ই শ্রী, শ্রী-ই শ্রী শ্রী মহাকালী। কালির জন্ম রহস্যময় জোড়া তালি।
কৃষ্ণবর্ণা হয়ে ব্রহ্মময়ী, গুণাতীতা হয়েও গুণময়ী, বৈরাগ্যময়ীর গভীরে ঢুকলেই শূন্য থালি।
ফেঁসে গেছে এলোকেশী, সৃষ্টি ও স্রষ্টার অমোঘ বন্ধনে এলোকেশী, জয় মা কালিকা কালী।
মনের কালিকে দূর করে খেলো হোলি, সংসারে হোক বলাবলি, কালী নামেই বিশ্ব করবে খেলাখেলি।
জয় মা কালীর জয়, জয় মা কালিকার জয়। জয় জয় মা মহাকালী।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)