ষোলো বছর থেকে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার রূপের আলোয় আমি অমাবস্যার রাতে হেমন্তের ফসল কাটা মাঠের সবুজ ঘাসে শিশির বিন্দু দ্যাখতে পাই।
যখন আমি তোমার মুখোমুখি দাঁড়াই নিজের প্রতিচ্ছবি তোমার সফেদ চেহারায় দ্যাখতে পাই।
আমি পাগল হই, ঘর ছাড়া উন্মাদ হই —
তোমাকে একটু ছুঁয়ে দ্যাখতে আমার মন নেশাখোরের মতো মাতাল হয়
তোমাকে কাছে পেতে হয় বড্ড উতলা।
তোমার বিভৎস অতীত যখন তোমার ভিতর চিবিয়ে খায় তখন তোমার ধুসর চেহারায় পূর্ণিমা রাতকেও অমাবস্যার মতো মনে হয়।
মাঝেমধ্যে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেই নিজের বিচারক হই
তোমার স্বপ্ন খুনের কারনে নিজেই নিজেকে দিনে কয়েকবার ফাঁসির রায় দেই
মৃত্যুর পরও লাশকে কয়েকদিন ঝুলিয়ে রাখার নির্দেশ দেই।
আমি খুনি —
দক্ষ হাতে খুন করেছিলাম তোমার স্বপ্নের কানন
এই স্বপ্ন খুনের যন্ত্রণা তোমার ভিতর চিবিয়ে খাচ্ছে
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাড় কঙ্কাল গুলো।
আমি দক্ষ জুয়ারি —
তোমার নির্মল আর পবিত্র ভালোবাসাকে আমি বায়ান্ন তাসের তিপ্পান্ন খেলা খেলেছি, তাসের ঘর বানিয়েছি।
এক অদৃশ্যমান কষ্ট তোমাকে রক্তাক্ত করছে —
আহত করছে তোমার হৃদয় —
তোমার ভিতরের চাপা কষ্টগুলো তুমি না পারছো কাউকে বলতে
আবার না পারছো আমার মতো লিখে প্রকাশ করতে —
বয়ে বেড়াচ্ছো সেই ষোলো বছর থেকে।

০৬/১১/২০২২ইং, সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 149Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে