সত্য মিথ্যা
সত্য কথায় হেরে যায়,
মিথ্যে করে জয়।
সত্য কথা সত্যিই থাকে,
পতনে মিথ্যার পরাজয়।।
সত্য পথে সত্যি ঘটে,
অনেক সময় পর।
সত্য চলে আপন ঘরে,
সারা জনম ভর।।
মিথ্যা কথায় মিথ্যে থাকে,
মিথ্যে অনর্গল সংশয়।
মিথ্যা হারে ইতিহাসের কাছে,
সত্য করে জয়।।
সত্য কথা চাপা রাখা
যায়না কোনোক্রমে।
সময়ে প্রকাশ করে ইতিহাস
অবিরত যথাক্রমে।।
সত্য ধর্ম সত্য কর্ম
পায় মূল্যায়ন,
মিথ্যে ধর্ম মিথ্যে কর্ম
করে পলায়ন।।
সত্য পথে যেজন চলে
সাময়িকী ভুগে,
সত্য পথে চলতে থাকলে
থাকবে একদিন সুখে।।
মিথ্যার মূল্য মিথ্যেই তুল্য,
মিথ্যার পরাজয়।
মিথ্যা পথে যেজন চলে,
তার জীবন ক্ষয়।।
Subscribe
Login
0 Comments
Oldest