সময় তোমায় ফিরিয়ে দেবে – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

(পছন্দের কোনো বিষয়কে ছাড়ার কষ্টে রচিত)

তোমায় জানালাম বিদায় বন্ধু,
সুখে থেকো ভালো থেকো।
চাইছে না প্রাণ ছাড়তে তোমারে-
হৃদয়ে থাকবে জেনো।

সময় বড় শত্রু বন্ধু-
ও যে কাউকে মানেনা।
ছাড়তে কি ইচ্ছে হয় বলো?
বুকফাটা বেদনায় দুচোখ ভেঙে জল আসে গো!

জানি আবার তোমারে পাব বন্ধু,
বাসব ভালো তখনও।
যে সময় ডাক দিল আজ-
কালের গতিতে সেইই আবার ফিরিয়ে দেবে তোমায়
মনে রেখো এও।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬মে,২০২৩,সকাল ১০টা, বারুইপুর

0

Publication author

0
আমার ভালো নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 2Publics: 59Registration: 18-04-2023
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।