সাগর সৈকতে (ক্যামেরায় তোলা ছবি)
160 total views
কালো চাদরে ঢাকা..
আকাশ তারারা
মেঘের ভেলায় চড়ে
ভরা ভাদরে।
নেমে এলো
জল কেলি
এই সাগরে।
জলের উপরতলে
বিম্বিত ছবি ………..
রতন কুড়ায়
কোন সে বীর ।
অতল সাগর সেঁচে
যে পারে আনতে
কুড়ায়ে মানিক…………
সেতো শুধু বীর নয়
আলোক চিত্রের
কাব্যিক মহা কবি,
ধুষর যাত্রায়
গহীনের এই ছবি।
দূরে সুদূরে
চেয়ে দেখি
দিগন্ত পানে
ঝরনা ধারায়
নামছে জলরাশি
আলো আঁধারের
আবছা আভায়।
সাটারের তুলিতে
কি ছবি আঁকলে হে কবি!
মন ময়ূরীর
নূপুর নৃ্ত্য
রোদেলা আভায়
উদাম চিত্ত
নিপূন হাতের
আলতো ছোঁয়ায়
দোলায় দোদুল
দুলবে সে নিত্য।
Subscribe
Login
0 Comments