প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সময়-সিদ্ধ এ জীবন, যা কিনা ঘটনা-অণুঘটনায়
দিব‍্যি মেঘের মত মুখরিত, আজ অনায়াসে বুঝে গেল-
কবিতার ভাষা এতটা সাবলীল!
ঠিক যেন কুয়াশার ধ্রুপদী পতন।

জীবনের ভাষা! অবশ‍্যই নয়;
ঘাত-প্রতিঘাত, নাদ-নিনাদের সারগাম বলে দেয়-
জীবন ও সময় আজ কতটা মুখোমুখি!

কবিতার স্বপ্নের অবচেতন-অবগাহন
ছন্দের জল-জবা নদীতে যখন জুড়ায় তোমার আমার চোখ-
এমন সাবলীল ভাষা কোন দেহে দেখেছ কবে!

জানি কোথাও পাবে না…..

অনুরাগের ছোঁয়া, প্রেমের শরম কিংবা কচিমুখের
আধো-আধো বোলেও…..

এ যে বড্ড অপৌরষীয় বটে!

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 123Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।