সিন্ডিকেট
![]()
গেলাম কথাবলা মানুষের কাছে; কেমন যেন গাছাড়া ভাব!
সহজে কেউ কথা বলে না, চাইতেও আপত্তি
ভাবি- তবে তাদেরও কি বোবার মত সিন্ডিকেট আছে!
অতঃপর গেলাম মানুষের বাজারে;
সবদিকে রীতিমত এ্যাবসার্ড অবস্থা, গুমোটও বটে!
সবাই একসাথে রা বলে, ইচ্ছা হলে ফের বলে না,
বুঝি চাইতেও মানা!
এটাই বুঝি সিন্ডিকেটের আসল দশা!
এবার গেলাম আমি প্রকৃতির কাছে; কেউ যেন ফিরে চায় না
ফুল-লতা-পাতা, বৃক্ষ-বনানী-নদী, অমানুষ প্রাণি-পাখি
আলো-আঁধার-কুয়াশা-বৃষ্টির জল
রবি-শশী-তারকার দল-
কেউই কথা বলেনা; আমি যেন সকলের অচেনা…
তাই ভাবি- আমি কি তবে প্রকৃতির কেউ-ই নই!
অথচ, তারা যখন বিগড়ে যায়, একসাথে বিগড়ে যায়
বুঝেছি, তাদেরও শক্ত সিন্ডিকেট আছে…
শেষে গেলাম কবিতার মেলায়; ও মা! এ কী দেখলাম-
এখানে লাল-নীল-সাদা-কালো ভাবনার প্রকাশের
গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেশন!
আমি ঠোঁট খুললাম, হাত নাড়লাম; সকলেই প্রতিক্রিয়াহীন!
তারা সকলেই নিজেদের মাঝে ব্যস্ত!
বুঝেছি-এখানেও শক্ত সিন্ডিকেট! কাজ হবে না…
তাই, ভাবছি আর ভাবছি-
এর লাইসেন্স কৌশল কী!
…. …. …. …. …. …. ..
ইয়েস! আমি তা পেয়েছি! পেয়েছি! পেয়েছি!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)