সুরের আকাশে লতা মা – অসীম চক্রবর্ত্তী
শতাব্দীর কণ্ঠস্বর হঠাৎ গেল থেমে
বাজছে শুধু গানের ইতিহাস
ভারতবাসীর হৃদয় উঠলো কেঁদে
আকাশ পানে চললো সুরের আকাশ ।
মা যে চলেছেন সুরের সিঁড়ি চড়ে
স্বর্গবাসে হলাম মাতৃহারা
কণ্ঠ জাদু গানের সিঁড়ির স্তরে
সাজিয়ে রেখে সুরের ধ্রুবতারা ।
ভাসান কভু হয়না যে সুর মায়ের
তুমিই মাগো গানেরই শাশ্বতী
সবার কণ্ঠে তোমার কণ্ঠ বাজে
তুমিই মাগো সুরের সরস্বতী ।
চোখের জলে ভরিয়ে তোমার চরণে
হলো সকল ভারতবাসী ধন্য
এক ফোঁটা জল চোখের দুটি কোণে
রেখেছি ধরে শুধুই তোমার জন্য ।
এক ফোঁটা জল রাখবো মোরা যতনে
আজীবন ধরে তোমার স্মৃতির স্বরণে
তোমার কণ্ঠ বাজবে যখন হৃদয়ে
ঝরাবো মোরা তোমার স্মৃতির চরণে ।
চির প্রণম্য সঙ্গীতের তুমি ঈশ্বর
কণ্ঠ তোমার অতীব অবি-নশ্বর
গায়কী বিস্ময় আর অতিলৌকিক কণ্ঠ
থাকবে হৃদয়ে সহস্র সহস্র বৎসর ।।