প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বপ্ন দেখো
মোঃ হেদায়েতুল ইসলাম

স্বপ্ন দেখো বলতে শেখো
আমি একদিন পারব,
স্বপ্ন দেখো বলতে শেখো
অবশ্যই চেষ্টা করে ছাড়বো।
স্বপ্ন দেখো ধৈর্য নিয়ে
যাও এগিয়ে যাও,
স্বপ্ন দেখো সাহস রেখো
কিসের এত ভয় পাও।
স্বপ্ন দেখো শ্রম দিবে
কভু করবে না হেলা,
স্বপ্ন দেখো সততার সাথে
যেন কাটে তোমার বেলা।
স্বপ্ন দেখো হারলে পরেও
অধ্যবসায় রবে,
স্বপ্ন দেখো জ্ঞানচর্চায়
অতুলনীয় হবে এই ভবে।
স্বপ্ন দেখো বিজয় মাল্য
তোমার গলে উঠবে,
স্বপ্ন দেখো হাসবে তুমি
দিকে দিকে তোমার সুনাম ফুটবে।

0

Publication author

0
আমি কবি মোঃ হেদায়েতুল ইসলাম। বাংলাদেশের সিরাজগঞ্জে আমার বাড়ি। আমি ছোটবেলা থেকেই লিখতে ভালবাসি ইতিমধ্যে দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক সাইটে আমি লিখেছি পেয়েছি দেশ-বিদেশের বহু সম্মাননা। আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আমি আরো লিখতে চাই।
Comments: 0Publics: 8Registration: 08-02-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।