"স্বপ্ন ছিল বড় হওয়ার আজ তা হয়েছি কিন্তু এখন যে স্বপ্ন দেখতেই ভুলে গেছি ।" কোনোদিন পেশাগতভাবে আবৃত্তি শিখিনি,, শুধু ভালোবাসা ও ভালোথাকার টানে একটু চেষ্টা করি, বড্ড ইচ্ছে করে,তাই এই চেষ্টা,বেঁচে থাকাটা যখন বাঁচতে হয় বলেই,, কবিতা ঠিক তখন অক্সিজেনের মতো