স্যাঁর-রিয়াল প্রেমের ট্রাজেডিয়া
![]()
আমার হৃদয় এক মেলানকোলিয়া-গ্রস্ত রুমিনেশন,
তোমার ছায়া ভেসে আসে ইল্যুশনারি ইমোশন।
এই প্রেম ছিল না কনভেনশনাল রিলেশন,
বরং এক ডিস্টোপিয়ান প্যাশন, আত্মা-বিদীর্ণ অবসেশন।
তুমি ছিলে আমার মেটাফিজিকাল প্যারাডক্স,
চোখে রিভার্বারেটিং সিনেমা, ঠোঁটে সাইলেন্ট টক্স।
তোমার অনুপস্থিতি এক এবসার্ডিস্ট ডিকশন,
যেখানে অনুভবেরা হারিয়ে যায় নন-লিনিয়ার ফ্রিকশন।
আমার প্রতিটি কান্না অরগ্যানিক নস্টালজিয়া,
তোমার প্রতিটি হাসি পোস্ট-ট্রুথ ইউফোরিয়া।
তুমি এক সাইক্রোনাইজড ড্রিমস্কেপ,
যার পর্দায় বয়ে চলে ডিসঅর্ডারড টাইমল্যাপ্স।
আমি হেঁটে চলি সিমুলেটেড এক্সিস্টেন্সে,
প্রতিটি ধ্বনি যেন ডিফিউজড রেজোনেন্সে।
ভালোবাসা আজ রেডাকটিভ ইলিউশন,
প্রেম? কেবল কনসেপ্টচুয়াল কনফিউশন।
তোমার স্পর্শ ছিল সাবলাইম টেম্পোরালিটি,
আমার ছেড়ে যাওয়া এক এথারিয়াল রিয়্যালিটি।
তুমি ছিলে আল্ট্রা-সেন্সরিয়াল ন্যারেটিভ,
আর আমি কেবল সাবকনশাস ডিরেক্টিভ।
আমাদের প্রেম ছিল নিউরোলজিক্যাল প্যারাডাইম,
যেখানে প্রতিটি অনুভব একেকটা সাইন-ও-টাইম।
এই বিরহ, এই নৈঃশব্দ্য এক আর্কিটেক্টনিক অ্যাবসেন্স,
আর আমি? এক লোনলি কন্টেমপ্লেটিভ সেন্স।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)