হরেক রকম ভালোবাসা – অর্ঘ্যদীপ চক্রবর্তী
মেঘেদের ভালোবাসা ছন্নছাড়া,
গোলাপের ভালোবাসা পাঁপড়ি ছেঁড়া।
পাখিদের ভালোবাসা উড়ন্ত,
শিশুদের ভালোবাসা প্রাণবন্ত।
সূর্যের ভালোবাসা চির সত্য,
নদীর ভালোবাসা নির্দিষ্ট।
আকাশের ভালোবাসা মহান,
রক্তের ভালোবাসায় আছে সম্পর্কের বন্ধন।
মাটির ভালোবাসা মমতায় ভরা,
বরষার আগমনে শান্ত হয় উষ্ণ ধরা,
প্রকৃতির সৌন্দর্য রহস্যময়,
ঈশ্বরের সৃষ্টি ভালোবাসাময়।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest