হলুদ পাখি ৭
14 total views
হলুদ পাখি,
মিষ্টি ভারী,
যতই আমি,
চেয়ে থাকি,
কেমন করে,
বলি তোকে,
হারাস কেন,
বারে, বারে?
হারিয়ে গেলে,
একলা সকাল,
দেয়’না সাথে,
মনটা উদাস।
কখন যে তুই,
ডাকবি এসে,
জামগাছটার,
পাতার ফাঁকে।
হলুদ পাখি,
হলুদ পাখি,
রঙিন ডানায়,
ভর করেছি।
Subscribe
Login
0 Comments