হুঁশের আড়ে
খোঁজ করে কে ক্যামনে বাঁচে
চিন্তনের হুঁশ?
জন্ম নিয়েই আমরা তো ভাই
সবাই মানুষ।
ভবের বুকে সখ্য সুরের
গড়ে মেলা,
স্বপ্ন আশার পসরা মেলে
গুনছি বেলা।

তবু ভাবি সবাই জ্ঞানী
আপন তেজে,
চোখ বেঁধে রোজ কানামাছির
বুড়ি সেজে।
থাকবো না কেউ এই দুনিয়ায়
জেনেই খাঁটি,
চলছে গো তাই মিথ্যা মায়ার
ঝগড়া ঝাঁটি।
Subscribe
Login
0 Comments