হে চিরায়ুষ্মতী
আপনি কী আমার সেই মানুষটি হইবেন?
যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখিবো।
দিনের শেষে স্বীয় বিরহ গুলো;
কাব্য করে ভেঙেচুরে বলিবো।
আপনি কী আমার সেই মানুষটি হইবেন?
যাকে নিয়ে মহানিশা বড় রাস্তা হয়ে
নেমে যাওয়া গোলি রাস্তা ধরে হাঁটিবো।
হাঁটিতে হাঁটিতে বিলীন হইয়া যাইবো আঁধারে।
আপনি কী আমার সেই মানুষটি হইবেন?
যাকে নিয়ে শিশির-সিক্ত দূর্বা ঘাসে পা ভিজাইবো।
মেঘমেদুর বিকালে ভিজা বালুর চরে দাঁড়িয়ে
সমুদ্র থেকে ছুটে আসা লহরীর অপেক্ষায় রোহিবো।
আপনি কী আমার সেই মানুষটি হইবেন?
যাঁহার আঁচলে মুছিয়া কপোল!
সুখানুভূতি করিবো বিরচন।
আপনি কী আমার সেই মানুষটি হইবেন?
Subscribe
Login
0 Comments
Oldest