অজানা মায়ায় লুণ্ঠিত হৃদয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি
বলছি না
তোমার রূপের লাবণ্য
ফ্রেমে আঁকা অপ্সরার মতো,
তবুও কোনো এক অনবদ্য অনুভূতি;
চুম্বকের মতো তোমার কাছে টানে আমায়।

তোমার
পিঙ্গল চোখে
যখনই চোখ রাখি
আমি সম্মোহিত হয়ে যাই,
বলছি না সেই চোখ হরিণীর;
তবুও বরফ গলা মহাসাগর হয়ে যাই।

তোমার
চলার পথে
যাদুকরী এক নেশায়
নীরবে অনুসরণ করে যাই,
বলছি না সেই চলন তারকার;
তবুও মেঘ গলা বর্ষণ হয়ে যাই।

আমি
বলছি না
তোমাকেই কাছে চাই
উপন্যাসে লেখা নায়কের মতো,
তবুও কোনো এক অজানা মায়ায়;
আমার হৃদয়টা গোপনে লুণ্ঠিত হয়ে যায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।