অনুকাব্যের আচার ১৯ ২০ ২১
১৯.তোমার আমার ইতিহাস
দুঃখখোর মাতাল এমন
আরো দুটো আছে
একটা তোমার আগে আগে
একটা আমার পাছে।
২০.ধুম্রজাল
শব্দের ধুম্রজালে বারবার
শুনি ধ্বংসের মহা সঙ্গীত
প্রেয়সী, ভেনাস-বর্তিকা আমার
তোমারই প্রতিচ্ছবি এবার
তোমারই চরম শেষদশার
হবে এক উলঙ্গ ইঙ্গিত
২১.বীভৎস সুন্দর
বীভৎস সুন্দর যতকিছু আছে
তুমি তার অন্যতম
তোমার সে এ্যাটম বোমায়
আমার মূলধন যত
আজি নাগাসাকি প্রায়
উত্তরদশা তার নয়
একবিন্দু কমও
Subscribe
Login
0 Comments
Oldest