বাংলার শোভা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা : বাংলার শোভা
কলমে: নূর মোহাম্মদ

কী সুন্দর বাংলাদেশ !
রূপ শোভার নেইকো শেষ ।
তাই সারাক্ষণ
ভরে দেয় মন
কী যে ভাল লাগে আহা বেশ বেশ !
রূপ শোভায় এই সেই প্রিয় বাংলাদেশ ।
সবুজ রংয়ের বাহারী ঢেউ
সারাদিন মাঠে আঁকে যেন কেউ ।
রোদের ঝিলিমিলি
গ্রামের নিরিবিলি
মনোমুগ্ধকর পরিবেশ !
নিয়েই আমাদের এই বাংলাদেশ ।
গাছে গাছে ফুল ফোটে আর হাসে ,
ঘ্রাণের যাদু ছুঁয়ে যায় বাতাসে ।
নদীর কল্লোলে
আনন্দ হিল্লোলে
পাখির কন্ঠে জাগে সুরের আবেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।
রঙ্গিন মেঘের পাখনা মেলে
বৃষ্টিপরী উড়ে যায় বিকেলে ।
রিমঝিম ধারাতে
চায় সে হারাতে
হারাতে পারে না শুধু মেঘ কালো কেশ !
বদলায় রূপ তবু হয় না যে শেষ ।
এদেশ মমতায়
সবুজের ঘোমটায়
ষোড়শী হয়ে ধরে রূপসীর বেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।

0

Publication author

0
আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা । চাকুরি সূত্রে পিরোজপুর থাকি । পেশায় শিক্ষক ।
আমি ছোটবেলা থেকে লেখালেখি করি ।
Comments: 1Publics: 11Registration: 07-07-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে