অবকাশ -২১
কত পথ শেষ হয় না
শেষ নেই —
পেরেগ্রিন ফ্যালকন এর দুরন্ত গতিতে
চলে যায় বহুদূরে ঢের বেশি দৃষ্টির বাইরে।
সময় পেরিয়ে যায় সময়ের নিয়মে
মানুষ তাঁর কাজের জন্য ব্যস্ত
আকাশের মেঘবন্দী কল্পনার ছায়া
গ্রীষ্মের দিনে ধূপ জ্বেলে দেয় হেমান্নয়ী।
স্পর্ধা জাগে না শুকনো কড়কড়ে চোখে
ভীরুপক্ষ এগিয়ে আছে শূন্যস্থান জুড়ে।
বৃষ্টিমুখর দিনে – উদ্ভিদবিদ্যা পড়াশোনা
সূর্যের কক্ষপথ পৃথিবীর সৃষ্টি ভূগোলের অধ্যায় জেনেছি এছাড়াও জেনেছি উপন্যাসের পাতা।
কত সূত্র বদলে যায় কত চরিত্র বদলে যায়
তার হিসাব থাকে না !
পুড়ে যাওয়া সিগারেট থেকে শেষ গন্ধ ওঠে শহরের পথ থেকে উঠে যায় ট্রাম
রূপকথা যেন ফিরে আসে তাঁদের অধিকার চাইতে
তবুও শেষ হয় না শব্দের যুদ্ধ
শেষ নেই —
এই দুরন্ত পথ চলা।
Copyright Reserved
23.09.2023