অভিমান
অভিমান
হাকিকুর রহমান
শুধাবোনাকো আর কোনদিনও তোমারে,
দাঁড়াবোনাকো আর ক্ষণিকের তরে, তব দ্বারে।
বাড়াবোনাকো আর হস্ত দু’খানি প্রসারিত করে,
রহিবোনাকো আর ম্রিয়মাণ হয়ে, তৃষায়িত ভোরে।।
বাড়ুক না জঠরের জ্বালা,
তবু চাহিবোনাকো আর ক্ষুধার অন্ন-
দিয়েছি তো হৃদয়ে তালা,
হতচ্ছাড়া আমি, তাই ভাগ্যটা হয়নি কখনও প্রসন্ন।
বিবেকের কিনারাতে খুঁজি,
এ যেন আমার আজন্ম অভিশাপ-
অন্তক্ষরণের পর বুঝি,
এ ভুলের নাই কোন পরিমাপ।
না যদি ফুটে ফুল,
না যদি ভাঙ্গে ভুল,
না যদি ভিড়ে তরণীটা কুলে-
তবুও কহিবোনাকো আর, ডেকে নিও কাছে মোরে।।
Subscribe
Login
0 Comments
Oldest