অভ্যাস
রাতের জোনাকি তোমায় দিয়েছে
তুমি জ্বেলো আলো
মিটিমিটি তারার সম্মুখে
আঁধারে পথ জ্বালো।
যে পথিক হারিয়েছে পথ
তার কথা কে শোনে?
ওই বটগাছটা দেয় আশ্রয়
আগন্তুক ভেবে জেনে।
রাতের পৃথিবী বড়ই আঁধার
উপবিষ্ট নরখাদক
পেটভ্যাসে ভুখা ভ্রমে নারী
গিলছে থাবায় ক্ষিপ্ত হায়নার চোখ।।
Subscribe
Login
0 Comments
Oldest