আগন্তুক” –মোঃ রহমত আলী
আগন্তুক –
========
মোঃ রহমত আলী
=============
কোথায় বিষের বাঁশি,আর কোথায়
সুধার পেয়ালা, কবে ছিলে যেন,
রাতের খোঁজে রাত জেগে থাকা।
আজও করে সেই সুর গুন-গুন
ফুটেছিলে যে কালে মনের বকুল।
কোথায় আমার-আমি
কোথায় খোয়া-ল বাল্যকাল।
এখন হলাম বুড়ো-বার্ধক্য,
শুরুর আমার বৃদ্ধকাল।
রাত জাগি দিনের দিন,
খুঁজে অতীত স্বপ্নকাল।
তুলে কবে ছিলাম ফুল,
আজ ব্যথায় ডুবা কূল,
নয়ন ভেজা রাজ মনের ভুল।
কোথায় কবে যাবো কোলাহল হতে
দূর নিরালায়,জানা নেই ঠিকানা,
যেতে হবে একা তবু একলাই।
দুঃখের সাথে সুখের কান্নার মতন,
হাসিছে কার পরিণতে কে কখন।
অনুধাবনের অনুপাতে ও মিলছে না
নিকাশি, জীবন লীলার জামানা।
কোথায় কালো চুলের-চমক,
আর কবে ছিলে যেন, রোজ
কাগজের নৌকায় চমন ভ্রমণ।
চুপচাপ আগন্তুক হয়ে এলে ধরায়,
সহসা আহাম্মক বনে নিজ কর্ম
থলে নিয়ে সাথে হবে হে বিদায় ॥
২৩.০২.২০২৩