আত্মপ্রকাশ
আমি বলিনি আসবো না তোমার ঘরে
ভয় শুধু মনেরই অগোচরে
কত গুণগ্রাহী নারী তোমার গুণগান করে
আমি হিংসায় জ্বলি অন্দরে
যদি হারিয়ে যাও কোনো অচেনা বন্দরে
সেই ভাবনায় ডুবি দ্বিপ্রহরে।
আমি বলিনি ভালোবাসি না তোমায় অন্তরে
কবি বিশ্বাস করো অকাতরে
ইচ্ছা করে অবিরত রাখি বুকেরই পাঁজরে
মনোলোভা এই নিখিল চরাচরে
তোমার কপোলে আলপনা আঁকি রঞ্জিত অধরে
পাগল করি আদরে আদরে।
আমি বলিনি যেও না ললনাদের কাব্যাসরে
বোলো না কথা মধুস্বরে
তবুও অজানা আশঙ্কায় শিলাবৃষ্টি হৃৎপদ্মে ঝরে
এই বুঝি হারালাম চিরতরে
দূর থেকে তাই ভালোবাসি তোমাকে অবসরে
দু’মেরুতে থাকি দু’জন অনাদরে।
Subscribe
Login
0 Comments
Oldest