আধুনিকার এক ফর্দ কাপড় – অসীম চক্রবর্ত্তী
তুন্নতো নয়, কেন এই অশালীন অঙ্গাবরন ?
ঢেকেছো যে দু’ টুকরো আচ্ছাদনে ! যদিও রাখনি শূন্য।
সমাজে ছড়িয়েছো অশ্লীল উত্তেজনার চূর্ণ,
রাখনি শরীর কোনো সভ্য কাপড়ে ঢেকে –
আমি এক আগন্তুক ও কাম শূন্য নই,
তাই অজান্তে উঠেছে ফল অত্যাসক্তে পেকে।
চাইছো দেখাতে তুমি একজন বড় আধুনিকা,
মোহিত এ যুগের আধুনিক বার্তা বাহিকা।
অঙ্গভঙ্গি যেন শরীর গরমের এক একটি হাপর,
পড়েছো শুধু ফিনফিনে এক ফর্দ কাপড় –
আমার এই সংকোচমুক্ত আচরণ, আগন্তুক বলে নয়
নিকটজনও পড়ে অস্বস্তিতে, শুধু অপ্রকাশিত রয়।
একি অন্তর্দাহ, নাকি অনৈচ্ছিক অন্ত?
পরিণামে তুমি হতে পারো উৎপীড়ণের শিকার।
আশেপাশে রয়েছে ভূরিভূরি কামাসক্ত বিকার
হয়তো এলো ভয়ঙ্কর ভীষণ দুর্দিন – কোন একদিন,
যারা ফেলে দিতে পারে তোমারে ফাঁপরে;
সেদিন.. হতে পারে ফিনফিনে ঐ এক ফর্দ কাপড়
ঢাকা পড়ে গেল কফনের দুই মিটার কাপড়ে ।।