আবর্তন
আবর্তন
পঙ্কজ সূত্র ধর
কোচবিহার,17.05.21
শতেক বছর পরে যেন পুরনো একই ছবি,
ফুটেছে উজ্বল রবে প্রতি ঘরে ঘরে।
নাভিশ্বাস উঁকি দিয়েছে সবে স্বজন হারবার ত্বরে
দিশা আজ পালিয়েছে যেন মেঘের আড়ালে।
প্রতিনিয়ত, অশান্ত হৃদয় তাড়িয়েছে নয়ন জলে
এই বুঝি প্রাণহরা, বিষাদ শরীরে ।
আজ তুমি আছো,আমি আছি, আর আছে তা…..
বেড়েছে অসুস্থতা,বাড়িয়েছে দুরত্বতা
আড়ালের মাঝে এই জন্মেছে মৃত্যুতা!
দিয়েছতো টিকিটে লাইন!রেশনে লাইন?
নাহলে দাও এবার ক্যাওড়াতলা কিবা নিমতলা
লাশও যেন বিভীষিকায় মরছে প্রহরে!
ঠাঁই কোথা পায় কিবা গ্রামের অন্দরে।
সেবক,সেবিকা কিছু না পায় বিজ্ঞান
আরোগ্য লাভে আহা.. বিশ্ব যে অজ্ঞান।
হাত পা বাঁধা নিয়ে ছুটিতেছে মানব,
তবু না উত্তর যেন গঠনে মরণ।
থাক বজায় দুরত্ব,বাড়িতে কিবা শহরে,
প্রতিযোগীতায় চির বিদায় আজ নির্ভীক সমাজে ।।