আমার দেশে আমি-ই নাই
গল্পেরা সব পড়েছে চাপা
কবিতারা গেছে ভেসে..
স্মৃতির তটে বাক্যের ছাপ
আমি নতুন দেশে।
আমার দেশে ফোটেনা ফুল
প্রথমা প্রেমে ফুলকির ভুল..
গত দাবানলে গাছেরা ছাই
আমার দেশে আমি-ই নাই।
কৃষ্ণ প্রান্তরে শকুনের ঝাঁক
খাচ্ছে ছিঁড়ে নিথর দেহ..
তোমার দেশে মন হারিয়ে
ছেড়েছি আমি সবুজ গ্রহ।
আমার জন্য জ্বলেনা বাতি
আমার ছবি অন্ধকারে..
তুমি গোল টেবিলে জ্বালিয়ে বাতি
প্রেম চাইছো অন্যের দ্বারে।
তাকিয়ে দেখো আকাশ পানে –
রাত্রের তারায়, তোমায় দেখি..
পাল্টে দেখো ডায়েরির পাতা
শেষ কবিতায়ও তোমায় লেখি।
যাও যদি কেউ আমার দেশে
ঝলসানো হতে কলম পাবে..
চিরে দেখো ওই বুকের পাঁজর
মনের মাঝে ওকেই পাবে।
গাছেরা যদি থাকতো বেঁচে
আমার হয়ে বলতো তারা..
শোনানো প্রেমের শেষ গল্পে
কেমন আমি সঙ্গী হারা।