আমার মৃতদেহে কেউ হাত দিও না
আমার মৃতদেহে কেউ হাত দিও না
রক্তের চাদরে ঢেকে থাক এ শরীর
কালো ধুলোয় ঢেকে হয়ে যাক কবর
মেইল স্টোনের নাম ফলকের সামনে দাড়িয়ে
কেউ প্রার্থনা কোরো না।
আমার মৃতদেহে কেউ হাত দিও না।
দুঃগন্ধের আগরবাতির ধোঁয়ায় হাত ধুয়ে
রাস্তার আলোর শিখায় শেকেনিও তোমার শীতল হাত
উত্তাপের ভয়ে কেউ কাছে আসবে না
আমার মৃতদেহে কেউ হাত দিও না।
গাড়ির হর্ন কে আজান ভেবে এগিয়ে এসো
কালো ধোঁয়ার কফিন কে সরিয়ে রেখো
আলো ফুরিয়ে গেলে ভয় পেওনা
আমার মৃতদেহে কেউ হাত দিও না।
Subscribe
Login
0 Comments
Oldest